বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দেশের ইউনিয়ন পর্যায়ে মৎসচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রতিনিধিদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদ।
সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, মাছ উৎপাদনে চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশ।এর পেছনে মাঠ পর্যায়ে কাজ করছে ইউনিয়ন পর্যায়ে থাকা দক্ষ মৎসচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রতিনিধিগণ। চাকরি জাতীয় করণ না হওয়ায় নানা সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে বক্তরা বলেন, মাছ চাষের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করছেন প্রতিনিধিরা। তাই তাদের দাবিগুলো সরকারকে মেনে নেয়ার আহ্বান জানান সংগঠনের নেতা কর্মীরা এসময় বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বেলাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল রহমান সহ অন্যান্যরা উপিস্থত ছিলেন।