বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল অটুট থাকবে : আমির হোসেন আমু
- আপডেট সময় : ০৮:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য আমির হোসেন আমু। বলেন,ভারত এবং বাংলাদেশের মৈত্রীর মধ্যে এখন অনেকে ফাটল ধরাতে চায়।
আর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের বন্ধন বহুকালের। জাতীয় জাদুঘরে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি।
সভায় মহান স্বাধীনতা ও বঙ্গবন্ধুর বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম।
বাংলাদেশের পাশে সবসময় থাকবে ভারত জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় ও অটুট হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে দেশের বিরোধীমত গুলো আজো সোচ্চার।
দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলেও জানান আমির হোসেন আমু