বাংলাদেশ – ভারত ছিটমহল বিনিময়ের ৮ বছর পূর্তি আজ
- আপডেট সময় : ০৬:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের ৮ বছর পূর্তি আজ। মূল ভুখন্ডের সাথে একীভুত হওয়া মানুষজন উন্নয়নের নানা সুফল ভোগ করতে পেরে খুশী। দিবসটি স্মরনীয় করে রাখতে গেজেট ভুক্ত করার দাবি স্থানীয় নেতাদের। উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন ছিটমহলবাসী।
২০১৫ সালের ৩১ শে জুলাই রাত ১২টা ১ মিনিটে বিনিময় হয় দু’দেশের অভ্যন্তরে থাকা ছিটগুলো। বাংলাদেশ পায় ১১১টি ছিট মহলের ১৭ হাজার ২শ ৫৮ একর জমি এবং ভারত পায় ৫১টি ছিট মহলের ৭ হাজার ১১০ একর জমি। বিনিময়ের মাত্র ৮ বছরে পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি ও চিকিৎসা, আইটি ট্রেনিং সেন্টারসহ উন্নয়নের নানা সুফল পেয়ে খুশী এখানকার বাসিন্দারা
ছিট বিনিময়ের আগে নানা বিড়ম্বনার স্মৃতি এখন শুধুই অতিত। মুল খন্ডের সাথে একীভুত হওয়ায় মানুষগুলো পেয়েছেন সামগ্রীক নানা উন্নয়ন। তাদের প্রত্যাশা উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।
ছিট বিনিময়ের এ দিনটিকে স্মরনীয় করে রাখতে গেজেট ভুক্ত করার দাবি স্থানীয় নেতাদের।
বিলুপ্ত ছিটবাসীর কর্মসংস্থান বৃদ্ধিসহ নানা পরিকল্পনার কথা জানান জেলার এ কর্মকর্তা।