বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জিতেছে রহমতগঞ্জ। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। অন্য ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘক ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুরো ম্যাচে মুক্তিযোদ্ধা দলের উপর আধিপত্য দেখায় রহমতগঞ্জ, এগিয়ে যায় ম্যাচের তৃতীয় মিনিটে। ২৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ফিলিপ আজাহ। ৩৭ মিনিটে রহমতগঞ্জকে ৩-০ গোলের লিড এনে দেন সানডে চিজুবা। বিরতির আগে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও তা পারেনি মুক্তিযোদ্ধা। উল্টো দ্বিতীয়ার্ধে আরও চার গোল হজম করে দলটি। ৯০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফিলিপ আজাহ। মাঝে স্কোরশিটে নাম তোলেন আল আমিন, ল্যানচিন ও আশরাফুল ইসলাম। এ জয়ে বারিধারাকে টপকে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে উঠলো রহমতগঞ্জ। তালিকার ১১তম স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা।