আজ শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ
- আপডেট সময় : ১১:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭২৮ বার পড়া হয়েছে
আজ শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে দুপুর ২টায় মুখোমুখি হবে দু’দল। প্রায় ছয় মাসের বিশ্রাম শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফেরার ম্যাচে দুইটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে এই অভিজ্ঞ ক্রিকেটার। ৫০ রান করলেইবাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ।তিন ফরম্যাট ৩৮৯টি ম্যাচ খেলে ১০ হাজার রানের মাইলফলকে নাম লেখাতে চান মাহমুদউল্লাহ।
৬ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার ম্যাচটা ভালোভাবেই রাঙালো আর্সেনাল। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি গানাররা। তাতে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার দল। এমিরেটসে ডাচ প্রতিপক্ষকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মিকেল আরতেতার দল।
বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। আগামী ১৫ অক্টোবর তিনি ঢাকায় পা রাখবেন। আসন্ন দূর্গা পূজার সময় কলকাতায় আসবেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার। সেখান থেকেই ঢাকায় আসবেন রোনালদিনহো।