বাংলাদেশ উদ্ধারকারী দল পাঠাচ্ছে তুরস্কে
- আপডেট সময় : ০৪:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ৩’শ ছাড়িয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসএ টিভিকে বলেন, আমরা তুরস্কে দুটি উদ্ধারকারী দল পাঠানোর পরিকল্পনা করছি। একটি দল যাবে উদ্ধারকাজে এবং অন্যটি মেডিকেল সেবা দিতে।
মন্ত্রণালয়ের অন্য একটি সূত্র জানায়, ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল তুরস্ক যাবে। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন। দলটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে করে বুধবার ৮ ফেব্রুয়ারি তুরস্ক যাবে।
সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়াল। সর্বশেষ পাওয়া তথ্য মতে, দুই দেশে মোট ৫ হাজার ২১ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে রয়েছেন তুরস্কের ৩ হাজার ৪১৯ জন ও সিরিয়ায় এক হাজার ৬০২ জন। আহত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ।
আজ মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রতিবেশী দেশ তুরস্কে দুটি মারাত্মক ভূমিকম্প ও পরপর আফটারশকের কারণে বাশার আল আসাদ নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ৮১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আলেপ্পো, লাতাকিয়া, হামা, ইদলিব ও তার্তুস প্রদেশে এক হাজার ৪৪৯ জন আহত হয়েছেন। ভূমিকম্পে দেশ দুটিতে প্রাণহানির সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়ে যাওয়া শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…ডব্লিউএইচও। এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়কে শোকাহত করেছে। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠন তুরস্কের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।