ভিসা নীতির উদ্দেশ্য কারও পক্ষ নেওয়া নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা : ম্যাথিউ মিলার
- আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এছাড়া ভিসা নীতি ঘোষণার অর্থ এই নয় যে, বাংলাদেশে আলাদা করে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি জানান নতুন ভিসা নীতির উদ্দেশ্য নির্বাচনকে সামনে রেখে কোনও পক্ষ নেওয়া নয়, বরং বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করা বা সমর্থন করা। এই নীতির মধ্যে – আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধীরাও অন্তর্ভুক্ত আছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি এবং বিদেশে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে বিএনপির সরকারকে দেওয়া ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রসঙ্গে এই সংবাদদাতা প্রশ্ন করলে আল্টিমেটামের উপর কোনো মন্তব্য করেননি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার।