বাংলাদেশে আইনের শাসনের অবনতি ঘটেছেঃ ডব্লিউজেপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
বাংলাদেশে আইনের শাসনের অবনতি ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, ডব্লিউজেপি। তালিকায় থাকা দক্ষিণ এশিয়ার ৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
২০২১ সালের আইনের শাসনের সূচকে বাংলাদেশ ১৩৯টি দেশের মধ্যে ১২৪ তম। গতকাল বৈশ্বিক আইনের শাসন সূচক প্রকাশ করেছে সংস্থাটি। ডব্লিউজেপি মূলত ৭টি বিষয় আমলে নিয়ে এই সূচক নির্ধারণ করে থাকে। এর মধ্যে আছে রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতা, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ, ফৌজদারি বিচার, দেওয়ানি বিচার, দুর্নীতি, জননিরাপত্তা এবং সরকারি তথ্য প্রকাশ করার মানসিকতা। এই সাতটির মধ্যে ৫টি সূচকেই অবনতি হয়েছে বাংলাদেশের।





















