বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : কাদের
- আপডেট সময় : ০৩:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিএনপির নূন্যতম শ্রদ্ধাবোধ নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছিল, সেই ভাষণ তারা ক্ষমতায় থাকাকালে নিষিদ্ধ করেছিল। ঐতিহাসিক ৭ মার্চে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এই মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীনতার বৈধ ঘোষণা ছিল একমাত্র বঙ্গবন্ধুর। অনেকেই ছিলেন পাঠক, কিন্তু পাঠক আর ঘোষক এক নয়।
বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য একটি দিন ৭ই মার্চ । ঐতিহাসিক দিনের স্মরণে প্রথম প্রহরেই ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে ফুলের শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর দৌহিত্র রাদোয়ান মুজিব সিদ্দিক ববি।
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীসহ শীর্ষ নেতারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার ঘোষক আর পাঠক কখনো এক হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সবসময়ই স্বাধীনতা আর গণতন্ত্রে অবিশ্বাসী।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় স্বাধীনতাবিরোধীরা এখনো বাংলাদেশে রাজনীতিতে সক্রিয়।
সকাল থেকে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্র লীগ, কৃষকলীগসহ বিভিন্ন অংগ সংগঠন। উপস্থিত ছিলেন অন্য সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন।
একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ঘোষণায় বাঙালি জাতি পায় স্বাধীনতার দিক নির্দেশনা।