বাংলাদেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ১৬০১ বার পড়া হয়েছে
বাংলাদেশের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর তেজগাঁও এ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ হুশিয়ারি দেন তিনি । প্রধানমন্ত্রী বলেন, ৭ই মার্চের ভাষণ যাদের মনে প্রেরণা জোগায় না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। বিশ্ব রাজনীতিতে আর কোন ভাষণ এতটা প্রেরণা দায়ক নয় বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর তেজগাঁও এ আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগীত শিল্পীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। দলীয় জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যের পর বক্তার আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মধ্য দিয়েই স্বাধীনতার দিক নির্দেশনা পায় বাঙালী। এ ভাষণের জন্য অনেককে হত্যা করেছে বিএনপি এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন পৃথিবীতে আর কোন ভাষণ এতটা প্রেরণা দায়ক নয়। বাংলাদেশের জনগনের ভাগ্য নিয়ে আর কাউকে খেলতে দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন সরকার প্রধান। বাংলাদেশের স্বাধীনতা অর্জণের নেপথ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের দূরদর্শীতা ও রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসাও করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।