বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর কোনো নিষেধাজ্ঞা দেবে না : আশা কৃষিমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন পূর্ণ বাকস্বাধীনতা ভোগ করছে। তারা নিশ্চয়ই এই বাস্তবতা বুঝবে। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নিষেধাজ্ঞা দিলেই সরকারের পরিবর্তন হয় না। দুপুরের সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। দেশের বিরুদ্ধে আরও মার্কিন নিষেধাজ্ঞা আসার ব্যাপারে তিনি বলেন, স্বাধীন-সার্বভৌম দেশে বিদেশীদের হস্তক্ষেপ কখনোই কামনা করে না সরকার।
বাংলাদেশে সংবিধান বহির্ভূত কিছু হবে না জানিয়ে, সুষ্ঠু-সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রত্যাশা করেন তিনি।
মন্ত্রণালয়ের সভাকক্ষে বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, নিষেধাজ্ঞা আর পাল্টা নিষেধাজ্ঞায় যে সরকার পরিবর্তন হয় না, ইরান ও রাশিয়াই তার বড় উদাহরণ।
দেশে কোনো পণ্যের সংকট নেই উল্লেখ করে, মূল্যবৃদ্ধির সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।