বাংলাদেশের বিরুদ্ধে বিপজ্জনক প্রচারণা চালাচ্ছে ভারত : ফখরুল
- আপডেট সময় : ০৩:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ১৬৭০ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে, যা বড় বিপদজনক।
সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতনিবিময় সভায় ফখরুল আরও বলেন, ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে, যা বিপদজনক। বাংলাদেশের অর্জনকে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি নষ্ট করার চেষ্টা করছে। এ জন্য দেশের মানুষকে সচেতন থাকতে হবে। উপদেষ্টা নিয়োগ করা প্রধান উপদেষ্টার ব্যাপার। তবে বিতর্কিত কাউকে দায়িত্ব দেয়া যাবে না। এ বিষয়ে সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বর্তমান সরকারকে সফল করা দায়িত্ব, কারণ এ আন্দোলনের বড় অংশীদার বিএনপি। এর আগে, জেলা বিএনপির কার্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মির্জা ফখরুল। গত ৪ চার আগস্ট দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যাওয়া জেলা বিএনপির কার্যালয়।