বাংলাদেশের বাজারে এখন অফিসিয়ালী ‘মোটরএক্স’
- আপডেট সময় : ০৪:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
রয়েল এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের হাত ধরে বিশ্ববিখ্যাত সুইজারল্যন্ডের মোটরএক্স এখন অফিসিয়ালী বাংলাদেশের বাজারে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মোটরএক্সের অফিশিয়ালী পথচলা শুরু হয়। দেশের বাজারে মোটরএক্সের ইঞ্জিন অয়েল সরবরাহ করার দায়িত্ব এখন থেকে পালন করবে রয়েল এন্টারপ্রাইজ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটরএক্সের এরিয়া সেলস ম্যানেজার মি, এন্ড্রে শ্লিকাল, রয়েল এন্টারপ্রাইজের চেয়ারম্যান মাহফুজার রহমান এবং রয়েল এন্টারপ্রাইজের সিইও কাহাকাশান রাহমান রাহুল। এছাড়াও সম্মানিত বিজনেস পার্টনারগন।
এ প্রসঙ্গে রয়েল এন্টারপ্রাইজের সিইও রাহুল বলেন, বাংলাদেশের বাজারে ইঞ্জিন অয়েল নিয়ে বাইকারদের মধ্যে যে সংশয়, ভয়-ভীত, নকল না আসল ইত্যাদি কাজ করে থাকে তা এখন অনেকটাই নিরসন হয়ে যাবে এবং বাইকারদের হাতে রয়েল এন্টারপ্রাইজ সেরা প্রডাক্টটা তুলে দিতে সদা প্রস্তুত। এছাড়া মিঃ এন্ড্রে মোটরএক্সের জানা অজানা বিভিন্ন তথ্য উপস্থিত সকলের মাঝে শেয়ার করেন।
মোটরএক্স ১০০ বছরেরও বেশি সময় ধরে তাদের এই ব্যবসা করে আসছে এবং ভবিষ্যতে তাদের আরও সুন্দর সুন্দর পরিকল্পনা রয়েছে। তাদের সুইজারল্যন্ডে অবস্থিত প্রধান কার্যালয়ে অভিজ্ঞ ট্রাইবোলজি বিশেষজ্ঞ, প্রকৌশলী, রসায়নবিদ, প্রযুক্তিবিদ এবং বিপণন বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন এবং মোটরএক্স-কে একটি লিডিং পজিশনে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
বাংলাদেশের রোড কন্ডিশন ও বাইকের কন্ডিশন অনুযায়ী তাদের লাইন আপে অনেকগুলো প্রডাক্ট রয়েছে এবং তারা আশাবাদি এগুলো বেশ ভাল পারফর্ম করবে। ১৯৭৫ সাল থেকে বিভিন্ন পরিচিত স্পেয়ার পার্টস নিয়ে ব্যাবসা শুরু করলেও বর্তমানে রয়েল এন্টারপ্রাইজ বেশ পরিচিত তাদের এম আর এফ টায়ার পরিবেশনার জন্য। সেই ধারাবাহিকতায় আরো একটি সুনামধন্য ব্যান্ড যুক্ত করে তাদের আগামীর পরিকল্পনা বেশ বৃহৎ এবং আকর্ষনীয় তা জানা গেছে গতকালের ইভেন্টে।