বাংলাদেশের তৃতীয় ম্যাচ কাল
- আপডেট সময় : ০৩:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে কাল বাংলাদেশের তৃতীয় ম্যাচ। এবার টাইগারদোর প্রতিপক্ষ আসরে চমক দেখানো জিম্বাবুয়ে। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের। এ ম্যাচেও ইতিবাচক খেলার আশা ব্যাটিং কনসালটেন্টের। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর শেষ চারে উঠার সম্ভাবনা জেগেছে জিম্বাবুয়ের। বাংলাদেশ সময় ৯টায় ব্রিসবেনের মাঠে নামবে দুদল।
যে শহরে হয়েছিল বিশ্বকাপের প্রস্তুতি সেই ব্রিসবেনে আবারও ফিরেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে টিকে থাকার চাপের সঙ্গে যোগ হয়েছে সিডনিতের হারের দু:স্বপ্ন।
নেদারল্যান্ডসকে হারিয়ে ফিরে পাওয়া আত্মবিশ্বাস দক্ষিণ আফ্রিকার কাছে ভুরাডুবিতে ম্লান হয়ে গেছে। নড়বড়ে মনোবল নিয়ে সে দল এবার জিম্বাবুয়ের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে।
এক সময় প্রায় প্রতি বছরই এক বা একাধিক দ্বি-পাক্ষিক সিরিজে মুখোমুখি হতো বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দীর্ঘ ২৫ বছরের দ্বৈরথে একবারও বিশ্বকাপের মঞ্চে দেখা মেলেনি দুদলের। এই বিশ্বকাপে ঘুচতে যাচ্ছে সেই অপেক্ষার পালা।
সেমি-ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই ম্যাচটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের জয়, সেই যাত্রায় নতুন হাওয়া লাগিয়েছে।
অতীত পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। ১৯ বারের দেখায়া টাইগারদের ১২ জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে ৭ ম্যাচে।