বাংলাদেশের ক্রিকেটে সেরাদের একজন তামিম ইকবাল খান
- আপডেট সময় : ০১:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১৯৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের ক্রিকেটে সেরাদের একজন তামিম ইকবাল খান। ওপেনিংয়ে ছিলেন আস্থা ও নির্ভরতা প্রতীক। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে অসংখ্য জয়ে রেখেছেন অবদান। তিন ফরম্যাটেই প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন তামিম। অধিনায়ক হিসেবেও ছিলেন বেশ সফল। তার অধীনে ৩৭ ওয়ানডের ২১টিতে জয় পেয়েছে বাংলাদেশ।
হঠাৎ দেশের ক্রিকেটে কালবৈশাখীর ঝড়। যে ঝড় এক মুহূর্তে লন্ডভন্ড করে দিল সবকিছু।
বিশ্বকাপের বাকি মাত্র তিন মাস। স্বপ্ন ছিল ভারত বিশ্বকাপে ইতিহাস গড়বে বাংলাদেশ। সামনে থেকে নেতৃত্বে দিয়ে দলকে উপহার দেবেন সাফল্য। কিন্তু হুট করেই তামিমের অবসরের সিদ্ধান্তে বেস্তে গেল সব।
তবে, সোনার মুড়ানো ১৬ বছরের ক্যারিয়ার। তখন ১৭ বছরের এক তরুণ। ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে লাল সবুজ জার্সিতে প্রথম ম্যাচ খেলেন তিনি। শেষটা জিম্বাবুয়ের বিপক্ষে। ২৪১ ম্যাচে প্রায় ৩৭ গড়ে ৮৩১৩ রান করেছেন, ১৪ সেঞ্চুরি আর ৫৬ ফিফটিতে।
২০০৮ এ সাদা পোষাকে অভিষেক। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ৭০ ম্যাচে ৩৯ গড়ে করেছেন ৫১৩৪ রান।নামের পাশে ১০ সেঞ্চুরি আর ৩১ ফিফটি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিকও মিস্টার খান।
টি-টুয়েন্টিতেও উজ্জল তামিম, ৭৮ ম্যাচে করেছেন ১৭৫৮ রান। এই সংস্করণে দেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ানও তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরি করা তামিম তিন সংস্করণ মিলিয়ে রান করেছেন ১৫ হাজারের বেশি। দেশের যা আর করতে পারেনি কেউই। তিন ফরম্যাটে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও তামিম ইকবাল।
বাংলাদেশি হিসেবে লর্ডসে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তামিম ইকবাল। দ্রুততম সে সেঞ্চুরির সুবাদে লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠে দেশ ওপেনারের। শুধু তাই নয় ১৬ বছরে আরও অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তামিম, রাঙিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।