বাংলাদেশেও পালিত হল বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০২১

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হল বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০২১। এ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী সচেতনতা মূলক সেমিনারের আয়োজন করা হয়।
সকালে এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ শহীদুর রশীদ ভূঁইয়া। এসময় তিনি বলেন, অ্যান্টিবায়োটিক প্রয়োগের ক্ষেত্রে কোন নিয়ম-নীতি মানা হচ্ছে না। ডাক্তারের প্রেসক্রিপসন ছাড়া যে কোন ফার্মেসিতে পাওয়া যায় অ্যান্টিবায়োটিক। এর রেজিস্ট্যান্স সহনীয় মাত্রায় আনতে চিকিৎসকসহ সব পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সচেতনতা তৈরিতে আরো বেশি কর্মসূচির আয়োজন করা উচিত বলে মনে করেন তিনি।