বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলে দেয়া হয়েছে
- আপডেট সময় : ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলে দেয়া হয়েছে। শুক্রবার সব পেশার শ্রমিক নেয়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। মালয়েশিয়া সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান জানান, বাংলাদেশ থেকে শ্রমিক নিতে একটি সমঝোতা স্মারকে সই করতে বৈঠকে সম্মতি দেয়া হয়েছে। দেশটির সরকারের নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হলে প্লান্টেশন, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসিং, কন্সট্রাকশনসহ সকল খাতে বাংলাদেশি শ্রমিকের অন্তর্ভুক্তি ঘটবে। নতুন করে বিদেশি কর্মী আসার ক্ষেত্রে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে আলোচনা শেষে কোয়ারেন্টাইনসহ নানা ইস্যুতে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। ২০২২ সাল নাগাদ ছয় লাখ বিদেশি শ্রমিক নেবে দেশটি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।