বাংলাদেশি সিনেমায় শ্রীলেখা মিত্র

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও মোশাররফ করিমকে ।
১৬ জানুয়ারি (সোমবার) বিষয়টি নিশ্চিত করেন শ্রীলেখা নিজেই।
২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ১৫ জানুয়ারি (রোববার) ৫দিনের সফরে ঢাকায় আসেন শ্রীলেখা। গতকাল দিনভর বাংলাদেশের গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বাংলাদেশ সফর ও নতুন সিনেমা নিয়ে বলেন বিস্তারিত।
বাংলাদেশের নতুন একটি সিনেমা করার বিষয়টি নিশ্চিত করলেও সিনেমার নাম বা পরিচালকের বিষয়ে তিনি কিছুই বলেননি। তবে এ ছবিতে ফেরদৌস ও মোশাররফ করিম থাকবেন বলে নিশ্চিত করেন। শ্রীলেখা জানান, আগামী ফেব্রুয়ারিতে এ ছবির শুটিং হবে।