বাংলাদেশি শ্রমিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস মালদ্বীপের রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০১:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশি শ্রমিকদের সার্বিক সহয়তা করবে বলে জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। মালদ্বীপের পিছিয়ে পরা খাতগুলোকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকার পাশে থাকবে বলে আশা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বিপক্ষীয় বিষয়ের উন্নয়নে বাংলাদেশ পাশে থাকবে। বৈঠকে দুইটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার সকালে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে মালদ্বীপ সরকার। এর আগে প্রধানমন্ত্রীকে মালদ্বীপের সংগীত পরিবেশন করে উষ্ণ অর্ভ্যথনা জানানো হয়।
এসময় দুই দেশের মধ্যে বৈঠকে নেতৃত্ব দেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠকে দুদেশের মধ্যে দুইটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বৈঠক শেষে মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহ বলেন, করোনা মহামারিতে মালদ্বীপের পাশে ছিল বাংলাদেশ। উন্নয়নের অগ্রগতিতে বাংলাদেশের প্রশংসা করেন তিনি ।
মালদ্বীপে অবস্থানরত অবৈধ বাংলাদেশী শ্রমিকদের সহায়তার আশ্বাস দেয়া হয়। সেই সাথে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে বলে জানান মালদ্বীপ রাষ্ট্রপ্রধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মালদ্বীপের সাথে সার্বিক বিষয় উন্নয়নে আকাশ ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজতর করা হবে।
মালদ্বীপের স্বাস্থ্য, খেলাধূলা, শিক্ষা হতে সকল খাতে উন্নয়নে বাংলাদেশ পাশে থাকবে বলে জানান বাংলাদেশের সরকার প্রধান।
এসময় তিনি আরো বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবে শেখ হাসিনা সরকার।