বাংলাদেশি পণ্যের প্রসারে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে
- আপডেট সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
প্রতিযোগিতায় এগিয়ে যেতে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসারে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে। রাজধানীতে বাণিজ্য বিষয়ক এক সেমিনারে বক্তারা এ মত দিয়েছেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ ব্যাপারে সহায়তার পাশাপাশি ব্যবসায়িদের নানা সুবিধা দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে পরামর্শ দিয়েছেন।
বৈশ্বিক মুক্ত বাণিজ্যে বাংলাদেশি পণ্যের প্রসার নিয়ে রাজধানীতে সেমিনারের আয়োজন করে সিআইএস-বিসিসিআই। এতে বাংলাদেশের ব্যবসায়ীদের পাশাপাশি কমওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা অংশ নেন।
আন্তর্জাতিক বাজারে দেশিয় বাণিজ্যকে সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহবান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আর তৈরি পোষাকসহ বাংলাদেশি পণ্যের প্রসারে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নে আগের তুলনায় বাণিজ্যের পথ সুগম হয়েছে বলে জানান বিদেশীরা।