বাংলাদেশকে হৃদয়ে ঠাই দিয়েছেন পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম। বাংলাদেশের মানুষ, খাবার, দেশ এবং ক্রিকেট, সবকিছুই নাকি কাছে টানে এই পাকিস্তানি কিংবদন্তীকে। তামিম ইকবালের লাইভ আড্ডার মিড সেশনে এসে এমনটাই জানিয়েছেন ওয়াসিম আকরাম। আড্ডায় ছিলেন বাংলাদেশের তিন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট। স্মৃতিচারন করেন ৯৭’ আইসিসির ট্রফি জয় নিয়ে।
বেশ কয়েকদিন ধরে দেশি-বিদেশী বর্তমান ও সাবেক ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন তামিম ইকবাল। এবার সেই তালিকায় বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।
আড্ডার শুরু’র প্রসঙ্গ ৯৭’র আইসিসি ট্রফি। ফাইনালে কেনিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস সে জয়ের স্মৃতি এখনো টাটকা নান্নু, আকরাম ও পাইলটের কাছে।
আড্ডার মাঝে অতিথি হয়ে আসেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। বাংলাদেশকে নিয়ে মজার স্মৃতিচারণ করলেন এই কিংবদন্তী।
বাংলাদেশে নিয়মিত না আসলেও, তামিম-মুশফিকদের খোঁজ ঠিকই রাখেন ওয়াসিম আকরাম। গেলো এক দশকে টাইগারদের ক্রমাগত উন্নতির ধারা খেয়াল করেছেন এই পাকিস্তানি।
বৃহস্পতিবার তামিমের লাইভের পরবর্তী চমক নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়াসন।