বাংলাদেশকে ঈদ শুভেচ্ছা জানালেন মেসিরা
- আপডেট সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের মানুষের সাথে আর্জেন্টিনা ফুটবল দলের সম্পর্ক যেন দিন দিন গভীর হচ্ছে। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর্জেন্টিনা ফুটবল দল ফুটবলপ্রেমীদের সেই আমেজ আরো এক ভাগ বাড়িয়ে দিলো। বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল দল।
আজ বুধবার (২৮ জুন) আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। পোস্টের পোস্টারে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং রদ্রিগো পাওলোর ছবি এর ভেতরে বাংলাদেশিদের জন্য ইংরেজিতে লেখা ‘ঈদ মোবারক’। বাংলাদেশী আর্জেন্টাইন ফুটবল প্রেমী ও মেসি ভক্তদের জন্য জন্য এ যেন বিরাট ব্যাপার।
ফেইসবুক পোস্টের ক্যাপশনে লেখা— ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি ও প্রিয়জনদের সাথে ভাগাভাগি করা স্মরণীয় মুহূর্ত।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসার কথা মেসি ডি মারিয়ার কানে পৌঁছেছিল। বিশ্বকাপে আর্জেন্টিনার জয় এই ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে।