বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার আহবান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭২১ বার পড়া হয়েছে
নিজের ভাষা, সংস্কৃতি রক্ষার মাধ্যমে জাতি উন্নত জীবন পেতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাতৃভাষা দিবসের আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী। ভাষার উন্নয়নে আন্তর্জাতিক মাতৃভাষা ইননস্টিটিউট ও বাংলা একাডেমিকে এক হয়ে কাজ করার তাগিদ দেন তিনি। বলেন, পঁচাত্তরের পর ইতিহাস বিকৃতি করা হলেও এখন মানুষ সত্যটা জানতে পারে। বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার আহবান শেখ হাসিনার।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনের আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অনুবাদ, মাতৃভাষা পিডিয়া ও বহুভাষী অভিধানের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে, মাতৃভাষা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছে তাদের শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনা বলেন, নিজের ভাষা, সংস্কৃতি রক্ষার মধ্যেই জাতি উন্নত জীবনের খোঁজ পায়।
প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। শিক্ষার জন্য মাতৃভাষার গুরুত্বের কথাও ধরেন প্রধানমন্ত্রী। বলেন, মাতৃভাষার পাশাপাশি শিখতে হবে অন্য ভাষাও। এর আগে, আর্জান্তর্জাতিক মাতৃভার্ষা ইননস্টিটিউটে মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভসের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন শেখ হাসিনা।