বাঁশখালীতে শ্রমিক হত্যার ঘটনায় দিনাজপুরে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনায় দিনাজপুরে মানববন্ধন করেছে বাম সংগঠনের নেতাকর্মীরা।
সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী তারা এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার শ্রমিকদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীর ঘটনা তারই প্রমাণ। অবিলম্বে শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। অন্যথায় সরকারের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বাম নেতা মনিরুজ্জামান ও অজয় কুমারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।