বর্ষায় ভরা যৌবন ফিরে পেয়েছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ
- আপডেট সময় : ১১:৩১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বর্ষায় ভরা যৌবন ফিরে পেয়েছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে জীববৈচিত্র্যে ভারসাম্য আনছে নদের এই প্রাণবন্তরূপ। তবে বর্ষা মৌসুম শেষেই আবার মরা নদে পরিণত হবে দেশের দীর্ঘতম এই নদটি। নদটির খনন কাজ শুরু হলেও পাঁচবছরে প্রকল্পে হয়েছে নয়-ছয়। নদটি প্রকৃত খনন না হওয়ায় তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের শাস্তির দাবি তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
বছরের দীর্ঘ সময় প্রায় মৃত থাকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। একসময়ের খরস্রোতা এই নদটিকে পুনরুজ্জীবিত করতে খনন কাজ শুরু হলেও সেটিও মুখ থুবড়ে পড়েছে বালির নিচে। বৃষ্টি ও পাহাড়ী ঢলে বর্ষায় প্রাণ ফিরে পায় পুরাতন ব্রহ্মপুত্র নদ। এসময়টায় নদে পাল তোলা নৌকা, জাল হাতে জেলের দেখা মেলে। নদের পানি দেখতে তীরে ভীড় জমান প্রকৃতিপ্রেমীরা। প্রাকৃতিক পরিবেশ ও জীবিকা রক্ষায় নদটিকে বাঁচানোর দাবি স্থানীয়দের।
সীমানা নির্ধারণ না করে খনন কাজ করায় নদটি দখলের পাশাপাশি সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে মনে করছেন নাগরিক নেতারা।
এদিকে জনপ্রতিনিধিরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাবে ব্যর্থ হয়েছে ব্রহ্মপত্র নদ খনন প্রকল্প। নদটি পুনখননের জন্য মন্ত্রণালয়েকে চিঠি দেয়া হয়েছে।
২০১৯ সালে শুরু হওয়া ২ হাজার ৭’শ ৬৩ কোটি টাকা ব্যয়ে খনন প্রকল্পের মেয়াদ বাড়লেও কাজ হয়েছে মাত্র ২৬ শতাংশ।