বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫০১ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি। কারণ একদলীয় আদর্শের আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনই এ পর্যন্ত সুষ্ঠু হয়নি। দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখীতে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের পিতার কুলখানি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার হচ্ছে জবরদস্তিমূলক দখলদার সরকার। এই সরকারের অধীনে কোন দলীয় প্রতীকের নির্বাচনে বিএনপি আর অংশ নেবে না। যদি একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, হয় তবে তার অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। তাছাড়া সকলের কাছে গ্রহণযোগ্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। তাহলেই অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, দেশে এখন গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিরোধী দলগুলোকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম কোন স্থান দেয়া হচ্ছে না। শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলই একটি দুর্বিষহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতারা।