বর্তমান সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে : মান্না

- আপডেট সময় : ০৮:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৫১০ বার পড়া হয়েছে
বর্তমান সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, চলমান আন্দোলন অব্যাহত থাকলে আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ সরকার বিদেশিদের উপর দায় দিয়ে জনগনের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে।দুপুরে সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন তারা ।
গণতন্ত্র মঞ্চের আন্দোলন পরবর্তী কর্মসূচি তুলে ধরতে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার চরম হতাশায় ভুগছে। যারা নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে সরকার কিছু কিনবে না -এমন সিন্ধান্তে দেশের রপ্তানি বানিজ্য বড় ধরনের ঝুঁকি মধ্যে পড়বে বলেও মনে করেন তিনি ।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই সরকারকে জনগন আর চায় না। তাই সরকার বিদেশিদের উপর সব দায় চাপাতে চায় তারা। পরে রোডমার্চসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা এবং ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ।