বরিশাল সিটি নির্বাচনে ভোটের বাকি মাত্র দু’দিন। শেষ সময়ে নগরজুড়ে গুঞ্জন– মেয়র প্রার্থী না থাকায় বিএনপি’র ভোট কে পাবেন? বিএনপির ভোট পাবার আশা জানিয়েছেন জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলনের সৈয়দ ফয়জুল করীম। তবে তার সম্ভাবনা নাকচ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলছেন, বিএনপির ভোট কেউ পাবে না। তিনি মনে করেন, বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। বরিশাল থেকে মজিবুর রহমানের প্রতিবেদন। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। নির্বাচনের শেষ মুহূর্তে নির্বাচনী হাওয়া ঘুরতে শুরু করেছে। নির্বাচনের শুরুর দিকের পরিবেশ শেষ মুহূর্তে দ্রুত বদলে যাচ্ছে।
বিএনপি ভোটে না থাকায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস তাদের ভোট পেতে পারেন বলে ভোটারদের মুখে মুখে গুঞ্জন।
ভোটাররা প্রার্থীর যোগ্যতা দেখে লাঙ্গলে ভোট দেবেন বলেই প্রত্যাশা মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসীন হোসেন হাবুলের।
জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসও মনে করেন নৌকায় নয়, বিএনপি ভোট দেবে লাঙ্গলে।
শুধু বিএনপি নয়, শান্তিপ্রিয় সবাই হাতপাখায় ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দেবে বলে দাবি করেন সৈয়দ ফয়জুল করিম।
বিএনপি ভোট বর্জন করেছে। একারণে দলটির ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না।একারণে কেউ তাদের ভোট পাবে না বলে মনে করেন আওয়ামী লীগের মেয়র প্রর্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, উন্নয়ন ও ব্যক্তি হিসেবে বরিশালবাসী তাকেই বেছে নেবেন।
নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রার্থীদের যেমন ব্যস্ততা বেড়েছে, তেমনি ভোটাররাও নানামুখী হিসাব কষছেন। ১২ জুন নির্বাচনে কার বিজয় ঘটবে তা নিয়েই চলছে আলোচনা।