বরিশাল সিটি কর্পোরেশনের খোড়া অজুহাতে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক ব্যবসায়ী
- আপডেট সময় : ০১:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বরিশাল সিটি কর্পোরেশনের খোড়া অজুহাতে ৫ মাস ধরে ব্যবসা বন্ধ থাকায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন নগরীর কালিজিরা সেতু সংলগ্ন এলাকার প্রায় দুই শতাধিক ব্যবসায়ী। এর সাথে বেকার হয়ে পড়া সহস্রাধিক শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থার অবসানে বারবার সিটি কর্পোরেশনে ধর্না দিলেও কোন সমাধান মিলছে না। এভাবে চলতে থাকলে আন্দোলনের হুমকি ব্যবসায়ীদের।
সড়ক ক্ষতিগ্রস্থের অজুহাতে মে মাসে আকস্মিক সিটি কর্পোরেশন থেকে নোটিশ পাঠিয়ে কীর্তনখোলার শাখা নদী থেকে কোন ধরনের মালামাল লোড-আনলোড না করার নির্দেশ দেয়া হয়। ওই নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রধান নির্বাহীর স্বাক্ষরিত নোটিশে বলা হয়। ওই নির্দেশের ৫ মাস অতিবাহিত হলেও কোন সুরাহা না হওয়ায় দেউলিয়া হওয়ার উপক্রম নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের। তাদের সাথে সাথে বিপাকে সংশ্লিষ্টরাও। দেউলিয়ার উপক্রম নির্মাণ সামগ্রী ব্যবসায়ীরা
ব্যবসায়ীদের অভিযোগ এক আওয়ামী লীগ নেতার যোগসাজসে অন্য এলাকার নির্মাণসামগ্রী ব্যবসায়ীদের একতরফাভাবে লাভবান করতেই এ নির্দেশ। জমি ভাড়া থেকে শুরু করে ঋনের কিস্তি দিতে না পারায় ঘরে থাকতে পারছেন না ব্যবসায়ীরা। এতে করে পরিবারের স্বজনদের প্রতিনিয়ত হেনস্তা হতে হচ্ছে, বলে জানালেন তারা।দ্রুত সমস্যার সমাধান না হলে ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারী কাউন্সিলরের। আর সুজনের সদস্য সচিব বললেন, জীবিকার পথ বন্ধ রাখা যাবে না, ব্যবসায়ীদের কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে।
এদিকে, নৌ বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, কালিজিরা চ্যানেলটি জাহাজ চলাচলের তালিকাভূক্ত নদী না হওয়ায় জেটি স্থাপনের কোন সিদ্ধান্ত নেই। আর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ ক্যামেরার সামনে কথা না বললেও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।