বরিশাল, মুন্সীগঞ্জ, নোয়াখালী ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫০১ বার পড়া হয়েছে
বরিশাল, মুন্সীগঞ্জ, নোয়াখালী ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিত্যপন্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইউনাইটেড কমিউনিস্ট লীগ। আসন্ন বাজেটে কৃষি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং গৃহহীনদের আবাসন ব্যবস্থার জন্য দাবি জানান বক্তারা।
মুন্সীগঞ্জে কে. কে. গভর্ণমেন্ট ইনষ্টিটিউশনের মেধাবী ছাত্র ও এস.এস.সি পরীক্ষার্থী অঙ্কন দত্ত হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হয়েছেন একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান। প্রতিবাদে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন সাংবাদিকরা।
শিক্ষা জাতীয়করণ ও বৈষম্য নিরসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে কলেজ শিক্ষক সমিতি… বাকশিস সাতক্ষীরা জেলা শাখা।