বরিশাল বিভাগের ১০ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে
- আপডেট সময় : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ১০ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্ণিমার জোয়ারের প্রভাবে হঠাৎ পানি বেড়েছে বলে জানিয়েছে বরিশাল পানি উন্নয়ন বিভাগ। এ কারণে নিম্নাঞ্চল ও বরিশাল নগরীর বেশকিছু এলাকায় জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার থেকে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বাড়তে শুরু করে। পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুম জানান, বরিশাল বিভাগের মোট ২৩ নদীর মধ্যে ২৪ ঘণ্টায় ১০টি প্রধান নদীর পানিই বিপৎসীমা অতিক্রম করেছে। এর মধ্যে কীর্তনখোলা নদীর পানি ১৭ সেন্টিমিটার, ভোলার তেঁতুলিয়া নদীর পানি ৩৮ সেন্টিমিটার, দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনার পানি ৭৪ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি ৯৭ সেন্টিমিটার, ঝালকাঠির বিশখালী নদীর পানি ৭ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জে বুড়িশ্বর ও পায়রা নদীর পানি ২৭ সেন্টিমিটার, বরগুনায় বিশখালীর পানি ৩৮ সেন্টিমিটার এবং পাথরঘাটায় ৭০ সেন্টিমিটার, পিরোজপুরে বলেশ্বর নদীর পানি ৯ সেন্টিমিটার এবং উমেদপুরে কঁচা নদীর পানি ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপকূলীয় জনপদ। দুপুর পর্যন্ত তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জোয়ারের তোড়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুর্গাবাটি এলাকায় ভাঙনের সৃষ্টি হয়। খোলপেটুয়া নদীতে ধসে যায় অন্তত ১০০ ফুট বেড়িবাঁধ।