বরিশাল বিএম কলেজের হোস্টেল সংস্কার এবং ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
বরিশাল সরকারী বিএম কলেজের হোস্টেল দ্রুত সংস্কার, হোস্টেলের পুকুর হোস্টেলের নামে বরাদ্দ এবং করোনাকালিন সময়ে হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা থেকে ১১ দফা দাবী উত্থাপন করেন শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বিএম কলেজ ক্যাম্পাসে থাকা বিভিন্ন আবাসিক হোস্টেলে বসবাসরত শিক্ষার্থীরা ডিগ্রি হোস্টেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে দাবী আদায়ে সংক্ষিপ্ত পথসভা করে। হলের প্রাচীর নির্মাণ করে বহিরাগত প্রতিরোধের ব্যবস্থা করাসহ ১১ দফা দাবী বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা।