বরিশাল নগরী ও গ্রাম পর্যায়ে সবজির অস্বাভাবিক দাম
- আপডেট সময় : ০৫:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বরিশাল নগরী থেকে শুরু করে উপজেলা ও গ্রাম পর্যায়ের হাট-বাজারে সবজির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। এ কারণে কাচাবাজার স্থিতিশীল রাখতে প্রতিটি বাজার মনিটরিং করার জন্য ম্যাজিস্ট্রেট দেয়ার দাবি উঠেছে। একই সাথে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের নেতারা।
বরিশালে গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সব্জির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এ থেকে বাদ যায়নি শাকপাতার দামও। করোনা ভাইরাসকে পুঁজি করে হাট-বাজারের সব্জি দোকানীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ রয়েছে। আর তাদের অনুসরণ করছে ভ্যানে করে সব্জি বিক্রেতারাও।
এদিকে, জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকায় মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তেমন বাড়েনি। তবে ডিমের দাম হালিতে বেড়েছে ৫ টাকা।
প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করে নিত্যপণ্যের দাম ক্রেতারাই বাড়িয়েছে বলে অভিযোগ নগরবাসীর।
জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে যেতে জেলা প্রশাসনকে পরামর্শ দিয়েছেন সনাক সভাপতি।
অধিক মুনাফার আশায় ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি না করে ব্যবসায়ীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জেলা প্রশাসক। এর ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি দিলেন তিনি।
এ দুর্যোগময় মুহূর্তে অধিক মুনাফা থেকে সরে এসে ব্যবসায়ীরা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্র বিক্রয় করবে, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর।