বরিশালে ট্যুরিস্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নার্সকে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ০৭:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৯১৯ বার পড়া হয়েছে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে টুরিস্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে। এর প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ করেছেন নার্সরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে নগরীর রূপাতলী উকিল বাড়ি এলাকায় একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় সালাউদ্দিন নামে এক পুলিশ পরিদর্শক আহত হন। তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যায় সহকর্মীরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দরজা ঠেলে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি টিকেট কাউন্টারে ঢুকে কর্মরত সাইফুল ইসলামকে কিল-ঘুষি মারছে। পরে, টিকেট নিয়ে ওই রোগীকে হাসপাতালের এক নম্বর সার্জারী ইউনিটে ভর্তি করা হয়। রোগীর নাম সালাউদ্দিন। তিনি পুলিশের পরিদর্শক। এ ঘটনায় হামলাকারী পুলিশ সদস্যদের বিচার না হলে অনির্দিস্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন নার্সেস এসোসিয়েশন।























