বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০১:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি আলাদা ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের।
বর্ষার কারণে সারাদেশের মতো বরিশালেও ডেঙ্গু অনেকটাই বেড়ে গেছে। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
রোগীর চাপ সামলাতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের নিচ তলার একটি নারী ওয়ার্ড ও একটি পুরুষ ওয়ার্ড এবং পঞ্চম তলায় আরেকটি ওয়ার্ডে ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। সেখানে কেবলই ডেঙ্গু রোগীদের চিকিৎসা হচ্ছে।
বরিশালে ভর্তি রোগীদের একটি অংশ ঢাকায় আক্রান্ত হয়ে এসেছে। কেউ কেউ আবার ঈদের ছুটিতে ঢাকা থেকে আসা স্বজনদের মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গু ওয়ার্ডের বাইরে, সাধারণ রোগীদের পাশে চিকিৎসা নিচ্ছেন অনেক ডেঙ্গু আক্রান্ত। এতে সাধারণ রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়ছেন।
প্রতিদিনই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বাড়ছে। রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম থাকায়, চিকিৎসা সেবা দিতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
ঈদের ছুটিতে রাজধানী থেকে ডেঙ্গু নিয়ে আসা রোগীদের কারণে, সংক্রমণ বেড়েছে বলে ধারণা বিশেষজ্ঞ চিকিৎসকদের।
ডেঙ্গু প্রতিরোধে এডিশ মশা নিধণে কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনসেচতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।