বরগুনার ভাড়ানী খাল এখন বি’পজ্জনক
- আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বরগুনার ভাড়ানী খাল খননের পর দু’পাড় রক্ষায় কোন উদ্যোগ গ্রহণ না করায় খালে বিলীন হচ্ছে শহর রক্ষা বাঁধ, কেন্দ্রীয় শ্মশান ঘাট, ঘর-বাড়ি এবং বৈদ্যুতিক খুঁটি। এছাড়াও খালের দুই পাড়ে ভাঙনের কবলে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাঁচটি সেতু। ইতোমধ্যেই একটি সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
বরগুনা পৌর শহরের ভাড়ানী খাল। আদালতের নির্দেশে ২০১৯ সালে খালের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে খননের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু খাল খননের পর দুই পাড় রক্ষায় নেই কোন অবকাঠামোগত উদ্যোগ। ফলে বিলীন হচ্ছে শহর রক্ষা বাঁধ, কেন্দ্রীয় শ্মশান ঘাট, ঘর-বাড়ি এবং বৈদ্যুতিক খুঁটি।
তবে সবচে শঙ্কার কথা হচ্ছে, ভাঙনের কবলে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাঁচটি সেতু। ইতোমধ্যেই একটি সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হলেও তা কাজে আসছে না। তাই ব্লক দিয়ে খালের দুই পাড় রক্ষায় দাবি স্থানীয়দের।
পানি উন্নয়ন বোর্ড…. বাঁধের কাজের সাথে রাস্তা মেরামতের কাজ শুরু করবে বলে জানালেন মেয়র। তার আগে রাস্তা মেরামত হলে অযথাই অর্থ ব্যয় হবে বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড বলছে, দুই পাড় রক্ষায় নেয়া প্রকল্প অনুমোদন পেলে ব্লক ফেলে কাজ শুরু হবে।
দখল মুক্ত করে ২০২০-২১ অর্ধ বছরে খালটি খননে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করেছে ২ কোটি ৮০ লাখ টাকা।