বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের ৮ সপ্তাহের আগাম জামিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ফরিদপুরে দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ তাকে জামিন দেয়। এ সময়, জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিলেন। গত ৩১ আগস্ট এ মামলায় ফরিদপুরের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত ৪ আগস্ট বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা ৭ মামলায় আগাম জামিন পান তিনি। গত বছর সেপ্টেম্বরে তার বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ওই বছরই ২৫ নভেম্বর তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।