বন্যার কারণে নেত্রকোনায় আমনের আবাদ বিলম্বিত

- আপডেট সময় : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
- / ১৭০২ বার পড়া হয়েছে
বন্যার কারণে নেত্রকোনায় আমনের আবাদ বিলম্বিত হয়েছে। উঁচু এলাকার বেশিরভাগ জমিতে আমন আবাদ সম্পন্ন হলেও নিচু এলাকার অনেক জমি এখনও পতিত রয়েছে। বন্যায় বীজতলা নষ্ট হওয়ায় পুনরায় বীজতলা তৈরী করতে হয়েছে কৃষকদের। তাই ফসল নিয়ে চিন্তিত তারা। তবে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজ করার পাশপাশি সরকার কৃষি প্রণোদনা দিয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা।
নেত্রকোনা জেলায় বোরো ধানের পাশাপাশি আমনের উৎপাদন ভালো হলেও গেলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কৃষক। আমনের বীজতলা নষ্ট হওয়ায় আবারো তা তৈরি করতে হয়েছে তাদের। বন্যার পানি দেরিতে কমায় বিলম্বিত হয়েছে আমনের আবাদ। কৃষকরা যথাসময়ে চারা রোপন করতে পারেনি। তাই এবার ফলন নিয়ে চিন্তিত তারা। এদিকে, কৃষি কর্মকর্তা জানান, লক্ষ্যমাত্রা অর্জনে বীজতলা তৈরিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দিয়েছে সরকার। এ বছর জেলায় ১ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।