বন্যার্ত মানুষের জন্য প্রয়োজনীয় সবই করছে সেনাবাহিনী : সেনাপ্রধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বন্যার্ত মানুষের জন্য প্রয়োজনীয় সবই করছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের বন্যার্ত মানুষের কল্যাণে সেনা সদস্যরা কাজ করেছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল সফি উদ্দিন আহমেদ।
দুপুরে সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের মঈনপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এ সব কথা বলেন তিনি। সেনা প্রধান জানান, এখনও সব জায়গায় পৌঁছানো যায়নি। দ্রুত পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুরমা ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজাসহ উর্দ্ধতন সেনা কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। এদিকে, একই দিনে আইজিপি বেনজির আহমদ জেলার তাহিরপুর, রেব মহা-পরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিশ্বম্ভরপুরের ভাদেরকেট গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।