বন্ধ পাটকল শ্রমিকদের দেনা পাওনা পরিশোধের পর লিজ ভিত্তিতে চালু করা হবে: পাটমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বন্ধ পাটকল শ্রমিকদের দেনা পাওনা পরিশোধের পর লিজ ভিত্তিতে পাটকল চালু করা হবে।
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ কথা বলেন। তিনি আরও বলেন সরকারী পাটকল বন্ধ করার পরও এবছর ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এ খাতে। কাচাপাট এখন বাজারে নেই। এ বছর কৃষক দাম ভাল পেয়েছে। বন্ধ হওয়া পাটকল বেসরকারী খাতে দেয়া হবে। শ্রমিকদের দেনা পাওনা গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে। আগামী বছর লিজ ভিত্তিতে বন্ধ পাটকল পুণরায় চালু করা হবে। বন্ধ হওয়া ২৫ টি পাটকলের মধ্যে ৮ টির শ্রমিকদের পাওনা বাবদ ১৭৯০ কোটি টাকা অর্থ বিভাগ ছাড় দিয়েছে। আগামী ২৫ তারিখে ২টি পাটকলের শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম শুরু হবে।