বন্ধের ২ বছরেও পাটকল শ্রমিকের বকেয়া শোধ করেনি বিজেএমসি

- আপডেট সময় : ০৩:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
দক্ষিণাঞ্চলের ৯টি পাটকল বন্ধের ২ বছর পরও মেলেনি অনেক শ্রমিকের বকেয়া অর্থ। লিজের মাধ্যমে পাটকলগুলো চালু করার কথা থাকলেও সে কার্যক্রমে চলছে ধীরগতি। বিজেএমসি বলছে, ইজারার মাধ্যমে বেসরকারী খাতে মিল গুলি চালুর উদ্যোগ নেয়া হবে।
লোকসানের অজুহাতে ২০২০ সালের ৩ জুলাই বন্ধ করে দেওয়া হয় খুলনা যশোর অঞ্চলের ৯টি রাষ্ট্রায়াত্ব পাটকল। দ্রুত শ্রমিকদের বকেয়া ও পাওনা পরিশোধ বিজেএমসিকে অর্থও দেয় সরকার। কিন্তু বিজেএমসির কর্মকর্তাদের গাফিলতি ও আইনী জটিলতায় মিল বন্ধের দুইবছর অতিবাহীত হলেও পাওনা বুঝে পায়নি কয়েক হাজার শ্রমিক।
বেসরকারী বা পাবলিক প্রাইভেট পার্টনাশিপে নয় রাষ্ট্রায়াত্ব মালিকায়ন দ্রুত মিল গুলি চালুর দাবী শ্রমিকদের। দ্রুত মিলগুলি চালু না হলে হাজার কোটি টাকার যন্ত্রপানি নষ্ট হয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হবে বলছেন, শ্রমিক নেতারা।
সরকারের উচিৎ শ্রমিকদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এমন দাবি পাটকল রক্ষার সাথে জড়িতদের ।
৯টি পাটকলের মধ্যে প্লাটিনাম,দৌলতপুর ও জেজেআই ইজারার মাধ্যমে বেসরকারী খাতে চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বিজেএমসি।