বন্ধুদের নিয়ে পার্টি করে লকডাউনের নিয়ম ভেঙ্গে সমালোচনার মুখে আর্জেন্টাইন ফুটবলার মার্কোস রোহো। এমন কর্মকাণ্ডে বিব্রত হয়ে রোহোকে সতর্ক করেছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
বিশ্বের অন্যান্য দেশের মতো লকডাউন চলছে আর্জেন্টিনাতে। এমন পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহো বন্ধুদের সাথে তাস খেলার পাশাপাশি ধূমপান করেছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রোহো। এই আর্জেন্টাইনকে তাঁর দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি মৌখিকভাবে তিরষ্কার করবে ম্যানচেস্টার ইউনাইটেড। রোহোর এমন কর্মকাণ্ডে হতবাক হয়েছেন কোচ শোলশায়ারও। বর্তমানে ধারে আর্জেন্টাইন ক্লাব এস্তাডিয়ানেটসে খেলছেন ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার। এর আগে, লকডাউনের নিয়ম ভঙ্গ করে ক্ষমা চেয়েছিলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার কাইল ওয়াকার।