বড় কোন পরিবর্তন ছাড়াই সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস
- আপডেট সময় : ০২:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
বড় কোন পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাস হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে নির্দিষ্টকরণ বিল ২০২৩ পাসের মধ্যে দিয়ে পাশ হয় ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট। বাজেট কার্যকর হবে ১ জুলাই থেকে। তবে বাজেট আলোচনায় অংশ নিয়ে নিত্যপন্যে উর্ধ্বমুখী প্রবনতা নিয়ে বানিজ্যমন্ত্রী তীব্র সমালোচনা এবং পদত্যাগ দাবী করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জবাবে প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগে সম্মত আছেন বলে জানান বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।
জাতীয় সংসদে গেল ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
প্রস্তাবিত ওই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। ঘাটতি ধরা হয় ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। উন্নয়ন প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ এবং মূল্যস্ফীতিকে ৬ শতাংশে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়।
সপ্তাহ তিনেক ধরে সেই বাজেটের উপর আলোচনা করেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জিডিপি ও মূল্যস্ফীতির লক্ষ্য অর্জিত হওয়া সম্ভব নয় বলে মত দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।তবে বাজেট কেন্দ্রিক সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান এ বাজেট বাস্তবায়ন যোগ্য যেখানে সবার জন্যই সুযোগ সৃষ্টি করা হয়েছে।
তবে সোমবার বাজেট পাসের পূর্বনির্ধারিত দিনে আলোচনা ছাপিয়ে উঠে আসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রসঙ্গে। অভিযোগের তীরে জর্জরিত হন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। আর প্রস্তাবিত বাজেটে বিরোধী দলের বেশকিছু ছাটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়
সবশেষ বড় কোন পরিবর্তন ছাড়াই নির্দিষ্ট করণ বিল ২০২৩ পাশের মধ্যে দিয়ে সর্বসম্মতিক্রমে পাশ হয় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট।