বছরে সাত কোটি পাবেন রোহিত, বিরাট, জাদেজা, বুমরা
- আপডেট সময় : ০৪:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরাহ ২০১১-২৩ সালের জন্য বোর্ডের কাছ থেকে সাত কোটি টাকা পাবেন।
রোববার রাতে বিসিসিআই যে নতুন বার্ষিক চুক্তির কথা ঘোষণা করেছে, তাতে এই চার ক্রিকেটার আছেন সর্বোচ্চ এ প্লাস তালিকায়। পরের ধাপে আছে এ তালিকায় থাকা ক্রিকেটাররা। তারা পাবেন বছরে পাঁচ কোটি টাকা। এই তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি ও ঋষভ পন্থ।
গ্রুপ বি-তে আছেন ছয় ক্রিকেটার। তারা পাবেন বছরে তিন কোটি টাকা। এই তালিকায় আছেন, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ ও শুভমন গিল। কে এল রাহুল আগেরবার এ গ্রুপে ছিলেন। এবার তিনি বি গ্রুপে আছেন।
সি গ্রুপের ১১জন ক্রিকেটার পাবেন এক কোটি টাকা করে। এই তালিকায় ঠাঁই পেয়েছেন, উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ইশান কিশান, দীপক হুডা, যজুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, কে এস ভরত, সঞ্জু স্যামসন, আকাশদীপ সিং।
তালিকা থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা, মায়াঙ্ক আগরওয়াল, ইশান্ত শর্মা, দীপক চাহার, হনুমা বিহারী ও অজিঙ্ক রাহানে।
এইবার চুক্তি তালিকায় ঠাঁই পেয়েছেন, কে এস ভরত, সঞ্জু স্যামসন, ইশান কিশান, অর্শদীপ সিং ও দীপক হুডা।
এছাড়া ক্রিকেটাররা টেস্ট খেললে ১৫ লাখ, একদিনের আন্তর্জাতিক খেললে ছয় লাখ ও টি-টোয়েন্টি খেললে তিন লাখ টাকা করে পাবেন।
ডয়চে ভেলে