বছরের প্রথম এল ক্লাসিকোতে জিতলো রিয়াল মাদ্রিদ

- আপডেট সময় : ০৩:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বছরের প্রথম এল ক্লাসিকোতে জিতলো রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠলো গ্যালাক্টিকোরা। সেই সাথে ১০০তম এল ক্লাসিকো জেতার স্বাদ পেলো রিয়াল। এদিকে, ১১ বছর পর ইতালিয়ান সুপার কাপে শিরোপা জিতেছে ইন্টার মিলান। অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তের গোলে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে দি ব্ল্যাক এন্ড ব্লুস।
ঐতিহ্য আর মর্যাদা রক্ষার লড়াই এল ক্লাসিকো। এবার ব্যাটল ফিল্ড সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়াম। মুখোমুখি রিয়াল বার্সা।
বর্তমান সময়ে দুই মেরুতে অবস্থান সময়ের সেরা দুই দলের, সুপার এল ক্লাসিকোতেও। শুরুর বাঁশি থেকে নিয়ে ম্যাচের ২৫ মিনিটে, মাঝে অ্যাটাক কাউন্টার অ্যাটাক, দুই দলের রক্ষণে এক্সট্রা প্রেসিং। শেষে মেষ করিম বেনজেমার অ্যাসিস্টে ভিনিসিয়াসের বাজিমাত ১-০ তে এগিয়ে রিয়াল।
স্কোর লাইন লেভেলে মরিয়া বার্সা, গুণে গুণে ১৬ মিনিট বাদে স্বস্তির নিশ্বাস কাতালানদের। লুক ডি ইয়ংয়ের গোলে ম্যাচে ফেরে জাভি হার্নান্দেজের দল।
৭২ মিনিটে আবরো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ, এবার পোস্টে বল রাখেন করিম বেঞ্জামা। ৮৩ মিনিটে জোরদি আলবার বাড়ানো বলে আনসু ফাতির ফাইনাল টাচ, ঢের সমতায় ম্যাচ।
নির্ধারিত নব্বই মিনিটে ব্যবধান সমান সমান। সমতার ম্যাচে অতিরিক্ত সময়েই এলো সমাধান, ৯৮ মিনিটে ফেদ্রিকো ভালভার্দের গোলই জয় এনে দিলো রিয়াল মাদ্রিদকে। শেষ বাঁশিতে লসব্ল্যাঙ্কোদের জয় ৩-২ গোলের।
ইতালিয়ান সুপার কাপের ফাইনালেও ছিলো উত্তেজনা পারদে পারদে রোমাঞ্চ। ২৫ মিনিটে জুভেন্টাসের আশার পালে হওয়া ম্যাক কেইনের গোলে।
তবে, ঠিক মিনিট শোকে রূপ নেয় জুভিদের উৎসব। ৩৫ লাউতারো মার্টিনেজের গোলে সমতা আনে ইন্টার মিলান।
নির্ধারিত সময়ে আর গোল পায়নি কেউই। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। যেখানে ইন্টার হয়ে মাজিতাম করেন অ্যালেক্সিস সানচেজ। এই চিলিয়ান অ্যাটাকারের গোলেই ১১ বছর পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা উল্লাসে মাতে ইন্টার মিলান।