বছরজুড়ে ভ্রাম্যমান সেবা দিয়ে যাচ্ছে ডেসকো
- আপডেট সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বছরজুড়ে ভ্রাম্যমান সেবা দিয়ে যাচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি- ডেসকো। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এ সেবা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। ভ্রাম্যমাণ এই সেবাকে নগরবাসী ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর এই সেবা বছরজুড়ে চলবে বলে জানান ডেসকো কর্মকর্তারা।
মুজিববর্ষে ডেসকোর সেবা শীর্ষে এই শ্লোগানকে সামনে রেখে ডেসকোর সেবা গ্রাহকদের দৌড় গোড়ায় পৌঁছে দিতেই ভ্রাম্যমাণ সেবা। ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে বিল পরিশোধ, সংশোধন, নতুন সংযোগের তথ্যসহ অনলাইনে অন্তত ২০টি সেবা দিচ্ছে বেসরকারী সংস্থাটি
বৃহস্পতিবার সকাল থেকে মিরপুরের রূপনগরে ভ্রাম্যমাণ সেবা কার্যক্রম শুরু করে ডেসকো। সেবা নিতে লাইন ধরে অপেক্ষা করেছেন অনেক গ্রাহক।
উদ্যাগটি ব্যতিক্রম হওয়ায় আর সেবা হাতের কাছে পৌঁছে দেয়ায় খুশি নগরবাসী।
ডেসকোর নির্বাহী প্রকৌশলী জানান, গ্রাহক সেবা সহজ করতে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
এ সেবা নিতে স্থানীয় গ্রাহকরা উৎসাহী বলেও জানান তিনি।