বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে রূপ নিয়েছে
- আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের আট উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাসের আশংকা করছে আবহাওয়া বিভাগ। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। এদিকে, ভোর থেকে রাজধানীতেও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি পায়রা ও মংলা সমুদ্র বন্দর থেকে সকালে ৩শ’ কিলোমিটার দূরে ছিল। এটি সন্ধ্যায় বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।ইতিমধ্যে এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এর জন্য পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।