বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে
- আপডেট সময় : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বাক নিয়ে তা এগিয়ে আসছে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলের দিকে। । এরই মধ্যে দেশের সব সমুদ্র বন্দরে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে সেন্টমার্টিন দ্বীপ ও কক্সবাজার।
শক্তি সঞ্জার করে ধেয়ে আসছে অতি প্রবল ঘুর্নিঝড় মোখা। বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর পূর্বদিকে অবস্থানরত ঘূণিঝড়টি ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড় মোখার সবশেষ অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, মোখার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হতে পারে। বৃষ্টিপাতের সঙ্গে বইবে দমকা হাওয়া। রোববার উপকূলে আঘাত হানতে পারে মোখা।
তিনি জানান, মোখা রোববার দুপুর নাগাদ দেশের দক্ষিণ-পূর্ব উপকূল ও মিয়ানমারের উত্তর উপকূল দিয়ে ভূভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত ‘মোখা’ সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই। তবে ‘মোখা’ সিডরের মতো আই ফরমেশন বা চোখাকৃতির দিকে এগোচ্ছে বলে ও জানান আজিজুর রহমান।