বঙ্গোপসাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ
- আপডেট সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ১৬৬০ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। ফলে মৎস্য অবতরণ কেন্দ্রেগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রতিদিন সকালে ট্রলারভর্তি ইলিশ নিয়ে সাগর থেকে ফিরছেন জেলেরা। ইলিশের পাশাপাশি ধরা পড়ছে নানা প্রজাতির সামুদ্রিক মাছও। এতে হাসি ফুটেছে ট্রলার মালিক এবং জেলেদের মুখে। তবে সম্প্রতি সাগরে জলদস্যুতা বেড়ে যাওয়ায় নতুন ভাবনায় পড়ছে দেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক এই মৎস্য শিল্প।
কক্সবাজারের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র এটি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চাঙ্গা হয়ে উঠেছে জেলার সর্ববৃহৎ এই অবতরণ কেন্দ্র।
সরকারি নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারেনি দীর্ঘদিন। অবশেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে হাসি মুখে সাগর থেকে ফিরছেন জেলেরা।
এদিকে ইলিশে স্বস্তি ফিরেছে মৎস্য ব্যবসায়ীদের মাঝেও। পর্যটন নগরীর চাহিদা মিটিয়ে এসব ইলিশ পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। বড় আকারের মাছগুলো যাচ্ছে বিদেশেও। তবে সম্প্রতি সাগরে জলদস্যুতা বেড়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা।
অবতরণ কেন্দ্রে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২শ’ থেকে ২৫শ’ টাকা এবং মাঝারি সাইজের ইলিশ ১২শ’ থেকে ১৫শ’ টাকা।
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জিএম রব্বানি জানান, মোকামে দৈনিক ৪০ টনের মতো ইলিশ খালাস হচ্ছে। যেখান থেকে বিপুল রাজস্ব পাচ্ছে সরকার।
সরকারি হিসেবে কক্সবাজারে ৫ হাজারের বেশি নিবন্ধিত ট্রলার এবং ৬৩ হাজারেরও বেশি জেলে রয়েছে।