বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ।
গত ১০ দিনে মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরসহ কলাপাড়ার মৎস্য আড়তগুলোতে বিক্রি হয়েছে প্রায় ৪৭৫ মেট্রিকটন ইলিশ। কাংখিত ইলিশ ধরা পড়ায় খুশি জেলেসহ মংস্য সংশ্লিষ্ট সবাই। তবে পহেলা বৈখাশ কেন্দ্র ইলিশের দাম চড়া। মৎস্য বন্দরে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫’শ থেকে ১৬’শ টাকা, ৮০০ গ্রামের ইলিশ ১২শ‘ থেকে ১৩শ’, ৬০০ গ্রামের ইলিশ ৮শ‘ থেকে ৯শ‘ টাকা ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৫শ‘ থেকে ৬শ‘ টাকা কেজি দরে। এমন দাম বৃদ্ধিতে হতাশ ক্রেতারা। তবে ইলিশের বাজার সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।